সাংবাদিক আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে আমেরিকা প্রবাসী শফিক রহমানসহ বিভিন্ন মহলের শোক
1 min readসীমান্ত ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী শফিক রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুল মালিক, সাংবাদিক মোস্তফা কামাল, মিশিগানে বসবাসরত জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ উদ্দীন, জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হোসেন, কুচাই ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম।
তারা শোকবার্তায় বলেন,”আজিজ আহমেদ সেলিম সিলেট অঞ্চলের একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি নাগরিক সংগঠন গুলোর সাথেও সক্রিয় ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটে সাংবাদিকতার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো ।”
তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।