বানিয়াচংয়ে শায়েখ ক্বারী আলাউদ্দীন রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত
1 min readদিলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচঙ্গের সর্বজন শ্রদ্ধেয় অালেমেদ্বীন ও শাইখে গুনই রহ. এর অন্যতম খলিফা শাইখ ক্বারী আলাউদ্দীন রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ আসর বাইতুল আমান জামে মসজিদে শাইখ জাহির উদ্দিন দা.বা.
(খলিফায়ে শাইখে গুনই রহ.)এর সভাপতিত্বে ও শাহ সালেহ আহমদ এর পরিচালনায় উক্ত মাহফিলে শাইখে গুনই রহ.এর খলিফাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন শাইখ মুখলিসুর রাহমান, শাইখুল হাদিস হাবিবুর রহমান ,শাইখ গোলাম ক্বাদীর , শাইখুল হাদীস মাও. সাজ্জাদুর রহমান, শাইখ আব্দুল ওলি ,শাইখ সিরাজুল হক ,শাইখ নূর হুসাইন ,শাইখ আবু বকর ,শাইখ হাসিদ মিয়া ,শাইখ সঞ্জব আলী ,শাইখ আলাউদ্দিন , অন্যান্য উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন মাও. আবদুল জলীল ইউসুফী, মুফতী আইনুদ্দীন ,মাও.আব্দুল হালীম নুমানী আল-আজহারী,মাও.হামিদুর রাহমান ,মাও. অাবুল অাহমদ, মাও. কে. এম.বাহাউদ্দিন বাহার,মাও. অাতাউর রহমান,,মাও.কামরুজ্জামান ,মাও. মাসউদ আহমদ,মাও.মহিউদ্দিন ,মাও.মওসুফ আহমদ,হাফেজ সোহাইল অাহমদ,হাফেজ এনামুল হক,হাফেজ শামীম আহমদ প্রমুখ।
সাধারণ মুসল্লীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
আলোচকবৃন্দ ক্বারী সাহেব রহ.এর জীবনীর বিভিন্ন দিক থেকে আলোচনা করেন তবে প্রায় সকল আলোচকই উনার কিছু বিশেষ গুনাবলী যেমন গীবত শেকায়ত পরিহার ও কোন মজলিসে বসলেই ইলমী আলোচনা শুরু করা আর এ সবই হচ্ছে আপন শাইখ এর দ্বীর্ঘ সুহবতের কল্যানে,
এ দুটি বিষয়কে গুরুত্ব সহকারে আলোকপাত করা হয় যা আমাদের জন্য খুবই জরুরী।
পরিশেষে শাইখ মুখলিসুর রাহমান সাহেবের দুআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।