বানিয়াচংয়ে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
1 min readদিলোয়ার হোসাইন : সারাদেশে ধর্ষণ , গুম , খুন এর প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ২১ অক্টোবর) সাবরেজিস্টার অফিসের সামনে থেকে মিছিলটি বড় বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির অাহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম অাহ্বায়ক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের পরিচালনায় ব্যক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক অাহ্বায়ক মজিবুর রহমান মারুফ, বর্তমান যুগ্ম অাহ্বায়ক এড অাব্দুল কাদির, খালেদ মিয়া, মতিউর রহমান মতু , বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক, নকিব ফজলে করিম মাখন, ১ নং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম অাহ্বায়ক সাদিক অাহমেদ , যুগ্ম অাহ্বায়ক শেখ মোশারফ হোসেন খেলু, ৩ নং ইউপি বিএনপির অাহ্বায়ক সুহেল অাহমদ, উপজেলা ছাত্রদলের অাহ্বায়ক মোবিশ্বর অাহমদ মজনু, সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর, জনাব অালী কলেজ ছাত্রদলের অাহ্বায়ক শেখ বাকের হোসেন ও সদস্য সচিব অাশরাফুজ্জামান মুবিন প্রমুখ ।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন ।