রায়হান হত্যাকারীদের গ্রেফতার না করে পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে; সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশে বক্তারা
1 min readসীমান্ত ডেস্ক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা গতকাল (১৭ অক্টোবর) শনিবার বাদ আছর সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, রাহাজানী সহ পুলিশী নির্যাতনে নিরপরাধ যুবক রাহানকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকারের আমলে জনসাধারণের কোন নিরাপত্তা নেই। শহরে বন্দরে মানুষ সব সময় উদ্বেগ ও আতংকে চলাচল করছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণের মতা ঘটনা অহরহ ঘটে চলছে।
জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, অপরাধীদের থামাতে সরকার কার্যকরী কোন ভূমিকা নিচ্ছে না। শাহজালালের পবিত্র ভূমি সিলেটে রাতের আধাঁরে যুবককে ধরে নিয়ে হত্যা করে এই পবিত্র ভূমির গায়ে কলংকের দাগ বসানো হয়েছে। এমন যারা করেছে এরা দেশ, সমাজ ও রাষ্ট্রের শত্রু। অবিলম্বে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রায়হান হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। নতুবা সিলেটে আন্দোলনের দাবানল জ¦লে ওঠবে, যার খেসারত এবং দায়ভার পুলিশ প্রশাসনকেই নিতে হবে।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ নেজামী, জেলা জমিয়তের সহ ভাপতি মাওলানা আব্দুল আজীজ ফারুকী, সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, বিশিষ্ট লেখক মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, শাহপরাণ থানা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, নগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ শাহিদ হাতিমী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আশরারুল হক, মহানগর জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সমাজসেবা সম্পাদক মাওলানা কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা বাহা উদ্দিন বাহার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, কানাইঘাট উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, বিমানবন্দর থানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামীম আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, যুব জমিয়ত নেতা মাওলানা আরশাদ নোমান, মাওলানা কায়ছান মাহমুদ আকবরী, মাহদী হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা আবু খয়ের, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী লুকমান হাকীম। প্রমুখ।