নীলফামারীতে পুকুরে পড়ে শিশুর মত্যু
1 min read
নীলফামারী প্রতিনিধি :: নীলফামারী সদর উপজলার সোনারায় ইউনিয়নর বানিয়াপাড়ায় পুকুরের পানিত পড়ে ওমর ফারুক নামের দুই বছরর এক শিশুর মত্যু হয়েছে। নিহত ওমর ফারুক ওই গ্রামর কষক মুকুলের ছেলে।
পারিবারিক সূত্র জানায়,শনিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ীর পাশ্ববর্তী পুকুর পড়ে পরে ডুবে যায় ওমর ফারুক। খুজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ ভেসে উঠলে তার লাশ উদ্ধার করা হয়।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল পুকুর পড়ে শিশুর মত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।