জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ নিজপাঠ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শহীদের শুভেচ্ছাও অভিনন্দন
1 min readবিশেষ প্রতিনিধি, সিলেট :: বৃহত্তর জৈন্তিয়ার দাবী আদায়ের একমাত্র সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ। কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রনেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত হয় জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ। তারই প্রেক্ষাপটে বর্তমানে কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা সহ ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে, গতকাল ১৭ অক্টোবর রাতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের মতামতে জৈন্তাপুর সদর নিজপাট ইউনিয়ন ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটতে ১ নিজপাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শহীদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় এক শুভেচ্ছাবার্তায় শফিকুল ইসলাম শহীদ জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছাও অভিনন্দন জানান।
তার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।