সিরাজগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত
1 min readমোঃ মনিরুল ইসলাম :: মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই শ্লোগানের মধ্যদিয়ে সিরাজগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় শহীদ জেলা পুলিশ লাইন্সে আলাউদ্দিন কনষ্টেবল ড্রিলসেড পুলিশ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আব্দুর রউফ মুক্তা, সাবেক সংসদ সদস্য সেলিনা পারভিন স্বপ্না, নারী নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরি প্রমুখ।
এছাড়াও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তাড়াশে ১১টি উল্লাপাড়ায় ১০ টি স্থান সহ রায়গঞ্জ,বেলকুচি,চৌহালী,শাহজাদপুর,কামারখন্দের বিভিন্ন স্থানে বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।