জকিগঞ্জ মুন্সিবাজার মাদরাসার সাবেক মুহাদ্দিস, হাতিডরি হুজুরের ইন্তেকাল
1 min readসিলেট :: জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ “জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদরাসা” জকিগঞ্জ সিলেট এর সাবেক মুহাদ্দিস, উস্তাজুল আসাতিজা ও অসংখ কিতাবের লেখক, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহাদ্দিস, হযরত মাওলানা সালেহ আহমদ সালিক কালিগঞ্জী হুযুর, বিয়ানীবাজার মেওয়া মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মঞ্জুর আহমদ কালিগঞ্জী হুজুর দ্বয়ের সম্মানিত পিতা, হযরত মাওলানা মাহমুদ হুসাইন হাতিডরি হুজুর (রহ:) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি………. রাজিউন।
হযরতের জানাজা আগামি কাল রবিবার, বিকাল ৩ ঘটিকার সময়। ইউনিয়ন অফিসবাজারস্থ “হাফিজ আহমদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হবে।