সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষক তাজ উদ্দীনের মৃত্যুতে সৌদি প্রবাসী কামরুজজামানসহ বিভিন্ন মহলের শোক
1 min readশফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: জৈন্তাপুর উপজেলার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষক, হাজারী ভাইটগ্রাম নিবাসী তাজ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনকে সমবেদনা জানিয়েছেন মরহুম তাজ উদ্দীনের বন্ধু সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামরুজ্জামান।
বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ রুহুল আলম, জৈন্তাপুর উপজেলার ছৈয়া নিবাসী তরুণ সমাজকর্মী নজরুল ইসলাম ও সাংবাদিক ফয়েজ আহমদসহ মরহলহুমের সহকর্মীবৃন্দ। তারা তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করেন, তিনি যেনো জান্নাতবাসী হোন মহান রাব্বুল আলামিনের কাছে দোয়াও কামনা করেছেন।