সিরাজগঞ্জের তাড়াশে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
1 min read
মোঃ মনিরুল ইসলাম :: সিরাজগঞ্জের তাড়াশ থানার ইসলামপুর (দেবীপুর) গ্রামে চাকরৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) রাত ৯ টায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। আটকৃত মাদক ব্যবসায়ী তাড়াশ থানার ইসলামপুর (দেবীপুর পশ্চিমপাড়া) গ্রামের মৃত তাজু প্রামানিকের ছেলে রেজাউল করিম(৪০)। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।