জননেতা শামছুদ্দীন বানীগ্রামী ও খলিলুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানিত
1 min readনিজস্ব প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১০ নং উত্তর বাদেপাশা ইউপি,শাখা গোলাপগঞ্জ সিলেট এর পক্ষথেকে, আজ-(১৬.১০.২০২০ ঈসায়ী) রোজ শুক্রবার।
স্থানীয় আছিরগঞ্জ বাজারস্থ বাদেপাশা ইউপি শাখার জমিয়ত কার্যালয়ে, ইউপি, সভাপতি: হাফিজ, মাওলানা নুরুদ্দীন আমকোনী এর সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার যুগ্ম-সেক্রেটারী মাও: জাবের আহমদ এর সঞ্চালনায়, বাদেপাশা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠনকরা হয়। শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া আমকোনা মাদ্রাসা-এর শিক্ষক মাওলানা ইমামুদ্দীন চন্দরপুরী সাহেব।
উক্ত অনুষ্ঠানে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী, জননেতা, আলহাজ্ব,শামসুদ্দীন বাণীগ্রামীকে ৫নং বুধবারী বাজার ইউপি শাখার পুনরায় সভাপতি ও সাবেক সেক্রেটারী, বিগত ইউপি নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জননেতা : মাওলানা, খলিলুর রাহমান বাগিরঘাটিকে পুনরায় বুধবারী বাজার ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেন বাদেপা ইউপি জমিয়তের দায়িত্বশীলগণ।
সংবর্ধিত অতিথি জননেতা, আলহাজ্ব,শামসুদ্দীন বাণিগ্রামী। জমিয়ত কর্মিদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জমিয়তের কাজকে ইবাদত মনে করে করবেন, কোন পদ বা দুনিয়াবী কোন সার্থের জন্য করবেন না, এখান থেকে আপনার ব্যক্তিগত কোন উপকার না হলেও আলিম উলামাদের দলে থাকার দরুন এদের আচরণের মত আপনাদের আচরণ হবে কাল কিয়ামতের দিন এসব লোকদের সাথে আপনাদের হাশর হবে।
তিনি বলেন আমি জমিয়তের জন্য সময় ও টাকা পয়সা সব কিছু ইবাদত মনে করে ব্যয় করি। আপনারা সবাইও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জমিয়তের কাজ করবেন আরো বলেন যে, একটি রাজনৈতিক দলের মেরুদন্ড হলো ছাত্র সংগঠন, তাই আপনারা ছাত্রদেরকে তাদের পড়া-লেখার পাশাপাশি অতিরিক্ত সময়কে জমিয়তের কাজের জন্য দাওয়াত করবে তবে লক্ষ্য রাখতে হবে তাতে করে তাদের লেখা-পড়ায় কোন ক্ষতি না। ছাত্রদেরকে আগামি দিনের জন্য যোগ্য নেতৃত্বদান কারী হিসাবে গড়ে উঠতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রাহমান সাহেব বলেন, আমরা আমাদের জমিয়তে যোগ্য একজন কেন্দ্রীয় মহাসচিব পেয়েছি যাকে বাংলার মাদানি বলা হয়, যিনি খানকায় পীর, আর রাজনৈতিক ময়দানে বীর, আল্লামা নূর হুসাইন কাসিমীর হাত ধরে জমিয়ত বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌছেছে। আমাদের কেন্দ্রীয় টার্গেট হলো আগামি সকল স্থানিয় নির্বাচনে প্রতিটি পদে জমিয়তের প্রার্থী দেওয়া। এজন্য আপনারা আগামি ইউনিয়ন নির্বাচনের জন্য একজন ইউনিয়ন চেয়ারম্যান ও প্রতিটি ওয়ার্ডে একজন সদস্য দেওয়ার জন্য প্রস্তুতি নিন। প্রার্থীদেরকে নিয়ে জনসাধারণের কাছে যান।ইনশাআল্লাহ! অত্র ইউনিয়নও একসময় জমিয়তের ঘাটিতে পরিণত হবে। এছাড়াও বক্তব্য রাখেন, জমিয়ত নেতা, মাও: ইমামুদ্দীন চন্দরপুরী, মাও: শামছুল ইসলাম, মাও: সাদ উদ্দীন, মৌলভী, নেজামুদ্দীন মাওলানা, মুফতি শাহিদুর রাহমান। হা: মাও: মুফতি জামিল আহমদ। জনাব, ফখরুদ্দীন, হা: মনওয়ার হুসাইন প্রমুখ।