সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা
1 min readমীম সালমান :: দেশব্যাপী নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনসহ সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনে বিচারের দাবিতে কানাইঘাটের সড়কের বাজারে বাংলাদেশ শিশু-কিশোর পরিষদ কতৃক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু শাহিদুল্লাহ, অর্থসম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমেদ, সদস্য সুলতান আলম টিপু, কামরুল ইসলাম, ওয়াহিদ বদরুল, শিমুল আহমেদ সম্রাট, সাদেক হোসেন মজির, মালিক ফাহাদ, দিপক রায়, রেজাউল, তারেকুর রাহমান, কাশেম আহমেদ, শুয়াইবুর রহমান, সাহেল আহমেদ, তুহিন আহমেদ, মোঃ শিহাব উদ্দিন, মাহবুবুর রহমান, রুহুল আমিন, ওলিউল্লাহ বাহার, রাজু আহমেদ, রায়হান আহমেদ, একরাম, মায়রুফুর রহমান, সুলতান আহমদ, খায়রুল আলম, পারভেজ, মাহি, বেবুল, ওসমান গনি শাহরিয়া, ইকবাল, হামিদ, তোফায়েল, আনোয়ার, সাইফুল্লাহ, রাসেল, রাজীব, মৃন্ময় শান্ত, আব্দুল কাদির, হাবিব, খালেদ, ডালিম, ইমন প্রমুখ।
উক্ত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন শিবলু শাহিদুল্লাহ তাহার বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমাদের দাবি রায়হান হত্যার খুনিদের দ্রুত আইনের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা এবং এভাবে যেন আর কোন রায়হান পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ না করে, তাহার ব্যবস্থা গ্রহণ করা।
দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধীদেরকে দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানাই।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।