সম্মিলিত উলামা পরিষদ ৯নং পাইলগাঁও ইউনিয়নের সভা অনুষ্ঠিত - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সম্মিলিত উলামা পরিষদ ৯নং পাইলগাঁও ইউনিয়নের সভা অনুষ্ঠিত

1 min read

আবুল হাসনাত শিহাব :: আজ ১৫/১০/২০২০ রোজ বৃহস্পতিবার হাড়গ্রাম মাদ্রাসায় বিকাল ২ঘটিকায় সম্মিলিত উলামা পরিষদ ৯ নং পাইলগাঁও ইউনিয়ন এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শায়খ জমির উদ্দীন।

বক্তৃতা রাখেন পরিষদের সহ সভাপতি ও জালাল পুর ক্বাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও বাহাউদ্দীন সাহেব সম্মিলিত উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক, মাও মুফতি অাকমল হোসাইন , ও সহ সাধারণ সম্পাদক মাও নুরুজ্জামান, মুফতি ইমদাদুল হক, মাও দবিরুল ইসলাম, মাও মুক্তার উদ্দিন, মাও বেলাল অাহমদ, মাও অাব্দুর রহমান, মাও অাতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন দেশ ও জাতীর ক্লান্তিলগ্নে উলামায়ে কেরাম দেশ ও জাতীর সেবায় এগিয়ে অাসতে হবে তাই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
৯ নং পাইলগাঁও এর বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় অর্ধশতাধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভা শেষে শায়খুল ইসলাম অাহমদ শফি ও শায়খুল হাদীস মাওলানা খলিলুর রহমান পীর সাহেব বরুণা (রহ) সহ মরহুম অাকাবিরে কেরামের মাগফিরাত কামনা করে দোয়া করেন সংঘটনের সভাপতি শায়খ জমির উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.