বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ছাত্র জমিয়তের কমিটি গঠন
1 min readবিশ্বনাথ প্রতিনিধি :: ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলাধীন ২নং খাজাঞ্চী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকায় স্থানীয় রেলওয়ে ষ্টেশনে এক পরামর্শ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
জমিয়ত নেতা মাও.জামাল আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সহসভাপতি মাও.সাদ উদ্দিন।ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ফেরদাউস প্রমুখ।
উক্ত পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল আলীমকে সভাপতি, কামিল আহমদকে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে প্যানেল ঘোষণা করেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এছাড়াও অন্যান্য দায়ীত্বে আছেন, সহসভাপতি ইয়ামিন আহমদ,প্রচার সম্পাদক রায়হান আহমদ,অর্থ সম্পাদক উবায়দুল্লাহ মাসুম,প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মোমিন,মাদ্রাসা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, সদস্য আহসান হাবীব, আরাফাত আহমদ, রায়হান আহমদ,মাহবুব আলম আবু সাঈদ প্রমুখ।