বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক; দাফন সম্পন্ন
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারের হরগৌরি নিবাসী প্রবীণ মুরব্বি ও সালিশি ব্যক্তিত্ব, সীরাতুন নবী বাস্তবায়ন কমিটির উপদেষ্টা, মোগলাবাজার নিজাম এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মিয়া (৭৭) গত ৯ অক্টোবর শুক্রবার রাত ১.৩০-এ হার্ডএট্যাক করে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, পরিচিত জনসহ অনেকেই তাকে দেখতে যান ও ফোন করে তার পরিবার পরিজনদের খোঁজ খবর নেন ও তাদেরকে শান্তনা ও সমবেদনা জানান। মরহুমের নামাজে জানাজা গত ১০ অক্টোবর (শনিবার) বাদ জোহর হরগৌরী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছেলে নিজাম উদ্দিন ও ভাতিজা বোরহান উদ্দিন। মরহুমের জানাজার নামাজে আসা কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বন্ধুবর রফিকুল ইসলাম রফু জানান, তিনি একজন সফল ব্যবসায়ী, দানশীল ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি সদ্যালাপী ও মিষ্টি স্বভাবের লোকও ছিলেন। তিনি এলাকার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। এই মহান ব্যক্তির মৃত্যুতে এলাকার অপুরনীয় ক্ষতি হল যা পূর্ণ হবার নয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতমীম মাওলানা বুরহান উদ্দীন।
মরহমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম (শাইস্তা), সিকন্দর আলী এন্ড সন্স-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, বিশিষ্ট শিল্পপতি প্রবাসী আখতার হোসেনসহ সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, ধর্মীয় সংগঠন ও উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তারা মরহুমের রুহের মাগফেরাত ও তিনি যেন জান্নাতবাসী হোন মহান রাব্বুল আলামিনের কাছে দোয়াও কামনা করেছেন।