পটিয়ায় দোকান থেকে উচ্ছেদ করতে হত্যার হুমকি; প্রকাশিত সংবাদের প্রতিবাদ
1 min read
পটিয়া প্রতিনিধি :: দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক ইনফো বাংলা পএিকাসহ একাধিক অনলাইন ১৪ ও ১৫ অক্টোবর পটিয়া শহিদ মিনার সংলগ্ন পটিয়া সুপার মার্কেট ব্যাবসায়ি মোঃ সোহেলকে দোকান থেকে উচ্ছেদ করতে হত্যার হুমকি শিরোনামে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন, পটিয়া সুপার মার্কেটে মনেরেখ কাপড় দোকানের মালিক মোঃ ইমরান। ইমরান তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান, ২০০৭ সালে মনেরেখ দোকানটি জমিদার আবু তাহের গং থেকে ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যাবসা বানিজ্য করে আসছিলাম। এ প্রতিষ্টানের মাধ্যমে আমার সুনাম অর্জন হয় । জনৈক মোঃ সোহেল কে আমি ২০০৯ সালে আমার মনেরেখ কাপড় দোকানে বেতন দিয়ে কর্মচারী নিয়োগ করি৷ এই পর্যন্ত সোহেল আমার দোকানের কর্মচারী হিসেবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন যাবত আমার দোকানে কর্মচারী থাকায় সে আমার কাছেই বিভিন্ন সময়ে ২২ লাখ টাকা গ্রহণ করে। উক্ত সমুদয় টাকা না দিতে হটাৎ মোঃ সোহেল রুপ পরিবর্তন করে আমার মনেরেখ দোকান তার দাবি করে রাজস্থান নামকরণ করার পায়তারা চালাচ্ছে। আমি এ ব্যাপারে পটিয়া থানায় অভিযোগ করেছি এবং পটিয়া আদালতে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি। মোঃ সোহেলকে কোন প্রকার হত্যার হুমকি দেওয়া হয়নি এটি সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন সাজানো সংবাদ আমি এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি পটিয়ার প্রায় লোকজন জানে মনেরেখ দোকানটি আমার এই দোকান নিয়ে যে কোন ষড়যন্ত্র হলে আমার পাশে মানবিকভাবপ এগিয়ে এসে সহযোগীতা করার আহবান জানাচ্ছি।