দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
1 min readআতিকুর রহমান কামালী :: আজ ১৫/১০/২০ রোজঃ বৃহস্পতিবার জামিয়ার ছাত্র সংসদ মিলনায়তনে, জামিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস মাওলানা রায়হান উদ্দীন সাহেব দাঃ বাঃ এর সঞ্চালনায় ও স্বনামধন্য নাযিমে তা’লিমাত মাওলানা মাসুম আহমদ সাহেব দাঃ বাঃ এর সভাপতিত্বে, জামিয়া দারুল কুরআন সিলেট এর দীর্ঘ আট বছরের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহু’র বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামিয়ার আট বছরের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহু’র শারিরীক অসুস্থতা এবং পারিবারিক অনেক অসুবিধা থাকার দরুন, তিনি আজ আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া দারুল কুরআন সিলেট এর শিক্ষকমন্ডলী এবং ছাত্রদের কাছথেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
প্রতিষ্ঠান এবং শিক্ষক, ছাত্রদের পক্ষথেকে অশ্রুসিক্ত নয়নে বক্তব্য রাখেন জামিয়ার স্বনামধন্য নাযিমে তা’লিমাত মাওলানা মাসুম আহমেদ সাহেব দাঃ বাঃ।
বক্তব্য রাখেন জামিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস মাওলানা মইনুল ইসলাম সাহেব দাঃ বাঃ, মাওলানা মুতিউর রহমান সাহেব দাঃ বাঃ, মাওলানা এরশাদ খাঁন আল হাবিব সাহেব দাঃ বাঃ, মাওলানা ইসমাঈল শাকের সাহেব দাঃবাঃ প্রমুখ শিক্ষকবৃন্দ।
পরিশেষে জামিয়ার সদ্য বিদায়ী শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান সাহেব দাঃ বাঃ এর
শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে অশ্রুঝরা বক্তব্য ও দো’আর মাধ্যমে বিদায়ী সভার সমাপ্তি ঘোষণা করা হয়।