আদালতের রায় পেয়েও নিজ জমির দখল পাচ্ছে না নওশের আলী; সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা
1 min read
নিজস্ব প্রতিবেদক :: আদালতের রায় পাওয়ার পরও নিজ জমির দখল নিতে পারছে না রাজশাহী জেলার বাগমারা থানার বাইগাছা গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে মোঃ নওশের আলী (৫০)। ঘটনার বিবরনে জানাগেছে,২০০৯ সালে মোঃ ইসাহাক শেখ,পিতা মৃত কাফাই শেখ উভয় সাং জেলা রাজশাহী,থানা বাগমারা,গ্রাম বিঘোপাড়া,বানাইপুর। বাইগাছা মৌজার ৩৯ শতকের ৬.৫ শতক ৫০,০০০ হাজার টাকা দলিল এর মাধ্যমে নওশের আলীকে দান করেন কিন্তু ভাগ্যোর করুন পরিনতিতে অসহায় হওয়ার কারনে ঐই জমির পার্শ্ববর্তী তিনজন প্রভাবশালী ব্যাক্তি উক্ত জমিটি দখল করে রাখে যথাক্রমে তিনজন হলেন,
১. মোঃ ইমরান আলী শেখ
২. মোঃ সিরাজ আলী শেখ
পিতাঃ মৃতঃ শুকুর আলী শেখ
৩. ইসমাইল শেখ
পিতাঃমৃতঃ কাফাই শেখ জমিটি দখল করে আছে।
এই বিষয়ে রাজশাহী আাদালতে উচ্ছেদ মামলা দায়ের করা হলে আদালত নওশের আলীর পক্ষে রায় প্রদান করেন যার সাবেক দাগ ১২৭৯, হালনাগাত ৫৯৭,৫৯৮,৫৯৯,৬০০। আাদালতের রায় পাওয়ার পরও প্রভাবশালীদের কাছ থেকে কোনমতে নওশের আলী তার জমি দখলমুক্ত করতে পারছে না উক্ত জমিটি যেন মুল ভুক্তভোগী তার দখলে নিতে পারে এজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এই বিষয়টির সমাধানের জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ সহ এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী অসহায় নওশের আলী।