পটিয়ায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পঞ্জি ২০১৯-২০ এর আওতায় পটিয়া উপজেলায় মাসব্যাপী (অনুর্ধ্ব-১৬) বালকদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ আজ বিকাল ৩ টায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতিজনাব ফয়সাল আহমেদ। সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কচুয়াই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক উৎপল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস নির্বাহী সদস্য মনোরঞ্জন দে, কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল খালেক,চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, চক্রশালা যুব নিশান ক্লাবের সভাপতি মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও খরনা ইউপি সদস্য মোঃ হাশেম, খরনা ইউনিয়ন আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রশিক্ষণ ক্যাম্পের সমন্বয়কারী রাশেদুল ইসলাম, কৃতি ক্রিকেটার জয় দে, আজাদ ফারুকী ও সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ। উক্ত কর্মসূচীতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন তরুণ ক্রিকেটার অংশগ্রহণ করে।