পটিয়ায় দোকান থেকে উচ্ছেদ করতে একজনকে হত্যার হুমকি
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের পটিয়া পৌর সদরে আদালত রোড়ে শহীদ মিনারের সামনে পটিয়া সুপার মার্কেটে রাজস্থান কাপড়ের দোকানের মালিক মোঃ সোহেলকে দোকান থেকে উচ্ছেদ করতে হত্যার হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার পুর্ব কোলাগাঁও আহমদ ফকির বাড়ির মৃত মো মুছার ছেলে মোঃ সোহেল বাদী হয়ে ইমরান খান, মর্তুজা বেগম, সাং পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড শেয়ান পাড়াসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত সোহেল এর সাথে ইমরানের বিরোধ চলে আসছিল। গত ২০১৫ সালে মৌখিক চুক্তিতে ৮ লক্ষ ৫০ হাজার টাকা সোহেল এর কাছ থেকে ইমরান গ্রহণ করে। পরে ইমরান তাহা অস্বীকার করেন। দোকানের মেয়াদ শেষ হলে দোকানের জমিদার আবু তাহের মোঃ সোহেল এর কাছে রাজস্থান দোকান লাগিয়ত করেন। ইমরান ৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করেন। বর্তমানে এ দোকান থেকে উচ্ছেদ করতে ০১/০৭/২০ ইং এবং চলতি মাসের ১৩ অক্টোবর সন্ধায় দুইদফা হত্যার হুমকি ধামকি দিচ্ছেন দোকানটি ছেড়ে দেওয়ার জন্য। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মেহরাজ ও দোকানের জমিদার আবু তাহের। আবু তাহের জানান দোকানটি ইমরানের কাছে গত ৬ বছর আগে লাগিয়ত করেছিলাম ইমরান উপভাডাটিয়া সোহেল কাছে মুখিক সাড়ে ৮ লাখ টাকায় লাগিয়ত করে। দোকানের মেয়াদ শেষ হলে মোঃ সোহেল কাছে লাগিয়ত করি। কিন্তু ইমরান সোহেল এর সাড়ে ৮ লাখ টাকা না দিতে সোহেলকে হত্যার হুমকি ধামকি এবং দোকান থেকে উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছে মর্মে জমিদার আবু তাহের এর কাছে অভিযোগ করেন সোহেল। সে এব্যাপারে স্থানীয় ব্যানসায়ি ও পটিয়া থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মোঃ সোহেল সওঃ জানান দীর্ঘদিন যাবত আমিজ ইমরান ব্যাবসা করে আসছিলা তার টাকার প্রয়োজন হলে ২০১৫ সালের দোকানটি সাড়ে ৮ লক্ষ টাকা দিয়ে লাগিয়ত করে। কিন্তু ইমরান এ টাকা না দিতে এবং বর্তমান আমার দোকান থেকে উচ্ছেদ করতে নানান ধরনের হয়রানি হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে আমি পটিয়া থানায় ২ টি অভিযোগ দায়ের করেছে বলে জানান।