ধর্ষিতার অভিশাপ
1 min read
[ইব্রাহিম হোসেন]
শোন্ রে ওরে পাষাণ যুবক
নাই কি দিলে মায়া ?
আমার মতো নারীই তোকে
দেয় জীবনে ছায়া।
নষ্ট করলি জীবন আমার
ক্ষণিক সুখের লোভে,
সতীত্বটা কেড়েই নিলি
যৌনতারই ক্ষোভে।
অনুতাপে পুড়বি জ্বলে
ভেবে রাখিস মনে,
তোর জীবনেও হবে বিয়ে
কোনো নারীর সনে।
খোঁজ নিয়ে যে দেখবি ভবে
কেউ করেছে নষ্ট,
ভাববি তখন আমার কথা
পাবি মনে কষ্ট।
কিছু দিনের পরেই হবে
তোর ঘরে ফির মেয়ে,
আদর যত্ন স্নেহ দিয়ে
রাখবি তাকে ছেয়ে।
তোর মেয়েটাও হবে তখন
রসে ভরা হাঁড়ি,
তোর মতো যে নষ্ট ছেলে
কাড়বে গায়ের শাড়ি।
ধর্ষণেতে রক্ত ক্ষয়ে
আমার মতই হবে,
নষ্ট বাবার নষ্টা মেয়ে
বলবে তোকে সবে।
এই অভিশাপ দিলাম তোকে
ধর্ষিতা যে হয়ে,
কষ্ট জ্বালায় ধ্বংস হবে
জীবন ক্ষয়ে ক্ষয়ে।