জৈন্তাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মনাই মিয়ার মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: জৈন্তাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মনাই মিয়ার মাতা আছমা খানম (১০০) গত সোমবার (১২ অক্টোবর) দুপুর ১১.৩০-এ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহরে তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন। তারপর মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
মরহুমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ অনেকেই তাকে দেখতে যান ও ফোন করে শোকাহত পরিবার পরিজনদেরকে শান্তনা ও সমবেদনা জানান। মারহুমার নামাজে জানাজা সোমবার, বাদ আছর গরীব শাহ (রহঃ) মাজারে সম্পন্ন শেষে তাকে নিজপাট উজানী নগর কবরস্থানে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাজায় আসা অনেকের সাথে ফোনে আলাপ করে জানা যায়, তিনি খুব সামাজিক ও গরীব অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন। তিনি খুব সদ্যালাপী ও মিষ্টি সভাবের ও অতিথি পরায়ণ ছিলেন। মরহুমার নামাজে জানাজায় ইমামতি করেন মোকাম টিলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাঃ আব্দুল্লাহ।
তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন মিশিগানে বসবাসরত জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব আলহাজ্ব সিরাজ উদ্দীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ রুহুল আলম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি মিশিগানের সভাপতি নুরুজ্জামান এখলাছ, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সভাপতি জাভেদ চৌধুরী, বাংলা স্কুল অব মিউজিক মিশিগানের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী আকরাম হোসেন, নিউইয়র্ক প্রবাসী কামাল উদ্দীন, ফ্রান্স প্রবাসী হাছান আহমদ, জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মইনুল হোসেন, সাংবাদিক সাহেদ আহমদ ও ফয়েজ আহমদ প্রমুখ।
তারা মরহুমার রুহের মাগফেরাত ও তিনি যেন জান্নাতবাসী হন মহান রাব্বুল আলামিনের কাছে দোয়াও কামনা করেছেন।
এতে মারহুমার নামাজে জানাজায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।