লোহাগড়ায় অবৈধভাবে সরকারি গাছ কাটায় ৩ জনের নামে মামলা দায়ের
1 min read
মোঃ নয়ন শেখ : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত জালাল উদ্দিন খানের ছেলে মোঃ মনিরুজ্জামান খান (৫২), মোঃ ফিরোজ খান (৪৫) এবং মনিরুজ্জামান খানের ছেলে মোঃ রিমন খান (২৫) স্থানীয় প্রভাব খাটিয়ে দুটি সরকারি মেহেগুনি গাছ কেটে ফেলে। খরব পেয়ে নায়েব মোঃ হায়দার আলী ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চায়। এ সময় আসামীরা বলে আমার গাছ আমি কেটেছি তুই বলার কে ? এ কথা বলে আরোও জঘন্য ভাষায় গালিগালাজসহ নায়েবকে গলাধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। এ ঘটনায় লক্ষ্মীপাশা ইউনিয়নের নায়েব বাদী হয়ে তিনজনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ-১১.১০.২০২০ইং।
এজাহার ও এলাকা বাসীর সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) দুপুরে আসামীগণ লক্ষ্মীপাশা ইউনিয়নের ভূমি অফিসাধীন ১০৭ নং ঝিকড়া মৌজার ‘ক’ তফসিলের ১/১ নং খতিয়ানভুক্ত আর এস ১০১৫ নং দাগের উপর অবস্থিত বড় আকারের কিছু মেহগনি গাছ কর্তন করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব মোঃ হায়দার আলী ও তার অফিস সহকারী জাহিদুল ইসলাম মৃধা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে আসামীগণ দুটি সরকারি মেহগুনি গাছ কর্তন করেছে। বাঁধার কারণে বাকি গাছ গুলি কর্তন করতে সক্ষম হয়নি। সরকারি গাছ কর্তন কাজে বাধা প্রদান করলে ১ নং আসামী উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে নায়েবকে আঘাত করার চেষ্টা করে। ২ ও ৩ নং আসামী কর্তনকৃত গাছের ডাল দিয়ে নায়েবের উপর চড়াও হয়ে বলে তোদের শেষ করে ফেলব। উপস্থিত লোকজনের বাধার কারণে তাদের আঘাত করতে ব্যর্থ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইতিমধ্যে, আসামীগণ দুইটি গাছ কর্তন করেছিল যাহা উদ্ধার করে লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) অফিসে রক্ষিত আছে। ইহাতে সরকার বাহাদুর মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছগুলির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, নালিশী ১০১৫ দাগে সম্পত্তি সরকারি ‘ক’ গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি যাহা ৪৭৬ লো/ ৬৬ নং ইজারা বন্দোবস্ত কেসে ইজারা দেওয়া আছে।