লাকসামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু; লাশ উদ্ধার
1 min read
মো: রবিউল হোসাইন সবুজ।।
সোমবার (১২ অক্টোবর) কুমিল্লা লাকসামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নাইম নামে (১২) বছরের এক শিশু মৃত্যু হয়। উপজেলার মোহাম্মদপুর উত্তর-পশ্চিম এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
অনেক খোঁজাখুজির পর রাত ৭.৪০ মিঃ সময়ে লাকসাম ফায়ার সার্ভিস শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
শিশু নাইম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দিনমজুর মোঃ মানিক মিয়ার ছেলে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে শিশুটি গোসল করার জন্য ডাকাতিয়া নদীতে যায়। সময় মতো বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা তাকে নদীর ঘাটে দীর্ঘক্ষন খোঁজাখুজি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির মৃগী রোগ ছিল৷ নদীর স্রোতে তলিয়ে যেতে পারে বলে এলাকা বাসীর ধারণা করে।
এদিকে সংবাদ পেয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত ৭ টা ৪০ মিনিটের দিকে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম সাইফুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম ঘটনাস্থলে পরিদর্শন করছেন।