মন্দরী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
1 min readবানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং ১৩নং মন্দরী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউনিয়ন সভাকক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব গোলাম মুর্শিদ সরকার, বিট অফিসার-এসআই এম এ ফারুক, সহকারী বিট অফিসার-এএসআই মো তোহা, মন্দরী ইউপি এর প্যানেল চেয়ারম্যান জনাব আলী আহামেদ সোহেলসহ বিট এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তাসহ ইউনিয়নের আইন শৃংখলা, মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন,পারিবারিক সহিংসতা রোধে আলোচনা হয়। আলোচনাকালে সভায় অংশগ্রহনকারী লোকদের সমস্যা শ্রবণ করিয়া তাহা সমাধানের চেষ্টার কর্ম পরিকল্পনা করা হয়।পরিশেষে সভায় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়।