রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শিক্ষার মূল্যবোধ না থাকায় দেশে খুন, ধর্ষণ ও দূর্নীতি বৃদ্ধি পাচ্ছে; ফখরুল ইসলাম
1 min readআবু তালহা তোফায়েল :: আজ ১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৬টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ রেঙ্গা আঞ্চলিক শাখার অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম (শরিসপুরী) বলেন, আজ দেশ এক ক্রান্তিলগ্নে উপনীত হচ্ছে। চতুরদিকে খুন, ধর্ষণ, ব্যভিচার, অপহরণ, ছিনতাই ও দূর্নীতি অনায়াসে হচ্ছে; এর কারণ একটাই যে, দেশের রাষ্ট্রক্ষমতায় যারা আছে, তাদের মাঝে ইসলামী শিক্ষার মূল্যবোধ নেই। আর তাদের ছত্রছায়ায় থেকে যারা তাদের ছাত্র সংগঠন করছে, তাদের মাঝেও ইসলামী শিক্ষার অভাব, তাই তারা নিজেকে গঠন করতে পারেনি; তাই সিলেটের এমসি কলেজসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এরকম নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।
তিনি ছাত্র জমিয়ত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র জমিয়তের স্লোগানের শুরুতেই বলা আছে ‘ব্যক্তিগঠন’, আর ইসলামী শিক্ষা ছাড়া ব্যক্তিগঠন সম্ভব না৷ তাই আমরা ছাত্র রাজনীতি করবো আমাদের আদর্শবান মুরব্বিদের সুপরামর্শে চতুর্দিক থেকে নিজেকে একজন কর্মদক্ষ পারফেক্ট ব্যক্তি গঠন করার উদ্দেশ্যে। যাহাতে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নেতৃত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়। লেখা পড়ায় মনযোগী হতে হবে। মেধাবী শিক্ষার্থী ছাড়া ব্যক্তিগঠন সম্ভব নয়, তাই লেখা পড়ায় যথেষ্ট মনযোগী হতে হবে; তারপর বাকশক্তি, লেখালেখির যোগ্যতা, সৎ সাহস, সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের নামই হচ্ছে ব্যাক্তিগঠন।
সমাজ ব্যবস্থা অর্থাৎ খেদমতে খালক। সমাজের উন্নয়নে একজন প্রতিষ্ঠিত সামাজিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলতে হবে। মানুষের কাছে পয়গাম তথা দাওয়াত পৌঁছাতে হবে। আজ সমাজের অযোগ্য ও কাণ্ডজ্ঞানহীন মূর্খদের পিছে পিছে নেতা বলে ঘুরি, অথচ প্রকৃতপক্ষে আমাদের পিছে তারা ঘুরার কথা ছিলো। আমাদের দাওয়াতী কাজে জোর দিতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বপ্রথম নিজেকে ইলমি ও আমলি সব দিক থেকে যোগ্য ব্যাক্তি হিসেবে নিজেকে গঠন করতে হবে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ রেঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি আসআদ আহমদ আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান মাজিদ থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ শফিউল আলম শফি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক ছাত্রনেতা কেএম তাহমিদ হাসান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত রেঙ্গা আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মাওলানা মাবরুর আহমদ, আবু তালহা তোফায়েল, হারুন রশীদ, আহমদ উসমান, আব্দুল্লাহ মাসরুর, সুয়াইব আদনান, মিনহাজুর রহমান ওলি, সালমান আহমদ, তোফায়েল আহমদ, মিজান আহমদ, হোসাইন আহমেদ, আব্দুস শহিদ প্রমুখ।