মাদানী সংগ্রাম পরিষদের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রঃ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
1 min readগত ৯ অক্টোবর ২০২০ ইংরেজী রোজ শুক্রবার দাওরাই বাজারে মাদানী সংগ্রাম পরিষদের সভাপতি মৌলানা এমদাদুর রহমান খানের সভাপতিত্ব, ও মৌলানা এরশাদ খাম আল হাবিব, মৌলানা কে এম ফয়েজ আজমদ এর যৌথ পরি চালনায় অনুষ্টিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শুরুতেই কালামে পাক থেকে তিলাওত করেন মোঃ মঈনুল ইসলাম খান।
এতে প্রধান অতিথি হিসাবে৷ বক্তব্য রাখেন,হযরত মৌলানা মশাহিদ সাহেব মুহতামিম দায়ামীর মাদ্রাসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলানা মসরুর আহমদ ক্বাসেমী সৈয়দ পুর, মৌলানা শেখ ছমির উদ্দীন সাহেব শেওরা মৌলানা আহমদ আলী আজিজী বানিয়াচংগী, মৌঃ মতিউর রহমাম জগন্নাথপুরী মৌঃ সৈয়দ রশিদ আহমদ সৈয়দ পুর, মৌঃ হাঃ সাইফুল ইসলাম শিক্ষক ষড়পল্লী উচ্চবিদ্যালয়. মৌঃ আব্দুস সালাম সাহেব শেওরা, মৌলানা আব্দুল আলীম সাহেব বুরইয়া, মৌলানা শফিকুর রহমান খাণ মৌলানা, মৌঃ আন্দুল হাই, আব্দুল ওয়াহিদ, প্রমুখ।
বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন। মোঃ তালহা আলম সাহেব
জনাব আয়ূব খাণ, সাহেব জনাব ইসরাইল মিয়া সাহেব ছানু মিয়া মেম্বার সাহেব জনাব গোলাম কিবরিয়া চৌঃ পারভেস, সহ প্রমুখ।
আল্লাহ সকলের উপস্থিত ও মেহনত কে কবুল করুন। আমিন।