মাওলানা ড.আদিল খানের হত্যাকান্ডে গভীর উদ্বেগ ও সমবেদনা জানালেন আল্লামা কাসেমী
1 min readপাকিস্তানের জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম ও শাইখুল হাদিস এবং শহীদ আল্লামা সলিমুল্লাহ খান (রাহ.)এর সুযোগ্য সন্তান আল্লামা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত বরণে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ।
গতকাল (১১ অক্টোবর) রবিবার এক শোক বার্তায় জমিয়ত মহাসচিব বলেছেন, ড. মাওলানা আদিল খানের শাহাদাত বিশ্ব মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এমন একজন শীর্ষস্থানীয় আলেমের হত্যাকান্ড পাকিস্তানের মুসলমানদেরকে বিভক্ত ও পরস্পর সঙ্ঘাত ও অবিশ্বাসে লিপ্ত করার এবং সাম্প্রদায়িক উস্কানির ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
জমিয়ত মহাসচিব বলেন, নিবীড় তদন্তের মাধ্যমে ড. আদেল খান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, পাকিস্তানে বার বার এ ধরণের হত্যাকান্ড ও হামলার ঘটনায় প্রমাণ হয় পাকিস্তানের জনগণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক। দেশটির সরকার জনগণের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে।
আল্লামা কাসেমী শহীদ ড. আদিল খানের রুহের মাগফিরাত এবং জান্নাতে দরজা বুলন্দির জন্য বিশেষভাবে দোয়া করেন এবং শহীদ আদিল খানের শোকাহত পরিবারের সদস্য, জামিয়া ফারুকিয়ার শিক্ষক, ছাত্র ও ভক্ত-অনুরক্তদের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন।