পরিবারের অভিযোগ; পুলিশের নির্যাতনে নিহত হয়েছে রায়হান আহমদ - Shimanterahban24
March 27, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

পরিবারের অভিযোগ; পুলিশের নির্যাতনে নিহত হয়েছে রায়হান আহমদ

1 min read

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় ছিনতাইকারী সন্দেহে নিহত রায়হান আহমদ (৩৪) কে পুলিশী হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার। মৃত রায়হান আহমদের পরিবারের দাবী তাকে উদ্দেশ্যমূলকভাবে পুলিশী হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবারের পক্ষে আগামীকাল একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তার পরিাবরের সদস্যরা। এই অভিযোগের ভিত্তিতে এস এসমপি উত্তর সার্কেল এর ডিসি আজফার আলী শেখকে প্রধান করে একটি তদন্ত কিটি গঠন করেছে পুলিশ।

পরিবারের সদসদ‍্যরা অভিযোগ করেন, ‍নিহত রায়হান কোন ছিনতাইকারী নয়। সে একজন সৎ বলে সবার কাছে পরিচিত। তাকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করে ছিনতাইকারী বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা।

বিষয়টি সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকারের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান- পরিবারের অভিযোগ সম্পর্কে তারা অবগত হয়েছেন । এ বিষয় সম্পর্কে তদন্তের জন্য এসএমপির উপ পুলিশ কমিশনার আজফার আলী শেখের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, আজ রোববার (১১ অক্টোবর) ভোরে কাষ্টঘর এলাকায় ছিনতাইকারী সন্দেহে রায়হান আহমদ (৩৪)কে পিটিয়ে হত্যা করা হয় । তিনি আখালিয়া নেহারী পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে । পুলিশ প্রথমে জানিয়েছে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে। বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.