ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বড়লেখায় মানববন্ধন অনুষ্ঠিত
1 min readশায়খুল ইসলাম :: সিলেট,নোয়াখালীসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শবিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার দক্ষিণ ভাগ বাজারে তাওহীদী জনতা দক্ষিণ ভাগ’র উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মাওঃমনির উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও মামুনুর রশিদ জাবের’র পরিচালনায় বক্তব্য রাখেন
হাঃখলিলুর রহমান শাহীন,মাওঃ জালালুদ্দীন, ইউ/পি সদস্য আমিনুল হক, মাওঃআব্দুল কাইয়ুম, মাওঃমাহফুজুর রহমান, কামিল হুসেন প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন
মাওঃসালাহ উদ্দীন,মাওঃসাব্বির আহমদ, মুহাঃশায়খুল ইসলাম, মুহাঃশফিকুল্লাহ।
এসময় বক্তারা বলেন বলেন, ধর্ষকরা হলো সুস্থ সমাজের বিকৃত মস্তিষ্কের একধরণের কীট। ইসলামী শরীয়া মোতাবেক ধর্ষকদের শাস্তি দিলে পরবর্তীতে কোন বিকৃত মস্তিষ্কের লোক ধর্ষণের সাহস করবে না।