খুর্দা মর্জাতপুর ও ভক্তি মাদ্রাসায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইজ্জত উল্লাহ’র মতবিনিময়
1 min readআবু তালহা তোফায়েল :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ আজ ১১ অক্টোবর (রবিবার) ইউনিয়নের তালীমুল কুরআন খুর্দা মর্জাতপুর মাদ্রাসা ও মাদানিয়া ভক্তি মাদ্রাসার আলেম উলামাদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।
তিনি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দোয়া নিতে মতবিনিময়ে মিলিত হন।
খুর্দা মর্জাতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ কাসেমীর সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন মাওলানা মকবুল হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা সোহেল, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম। মাদানিয়া ভক্তি মাদ্রাসায় মাওলানা শাহাব উদ্দিন, মাওলানা আব্বাস উদ্দিন, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন, ইউনিয়নের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে একজন কর্মদক্ষ ও আমানতদার জনপ্রতিনিধির প্রয়োজন। আর আপনাদের সহযোগিতা পেলে আমি সেই কর্মদক্ষ ও আমানতদার জনপ্রতিনিধি হতে চাই।