সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - Shimanterahban24
March 27, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

1 min read
গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম :: সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আলোকদিয়া কবরস্থানের সামনে শুত্রবার রাত ৯ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর সদস্যরা । বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানী কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ। আটকৃত মাদক ব্যাবসায়ীরা জেলার সলঙ্গা থানার আলোকদিয়া মধ্যেপাড়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মামুন(২০) ও তাড়াশ থানার খুটিগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)।এ সময় তাদের নিকট থেকে ৭০০ গ্রাম গাঁজা, ২ টি মোবাইলসেটসহ ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.