শায়খে বর্ণভীর ইন্তেকালে আল্লামা শায়েখ জিয়া উদ্দীনের শোক
1 min read
নূর হোসাইন সবুজ: প্রখ্যাত বুযুর্গ, ওলী ইবনুল ওলী, শায়খুল হাদীস মাওলানা খলীলুর রহমান শায়খে বরুনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।
এক বিবৃতিতে তিনি মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শায়েখ জিয়া উদ্দিন বলেন- শায়খে বরুনা ছিলেন একজন সহজ সরল আল্লাহ ওয়ালা বুযুর্গ। আসলাফ ও আকাবিরের বাস্তব নমুনা ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।.
আল্লামা শায়েখ জিয়া উদ্দীন বলেন, বৃহত্তর সিলেটের সর্বত্র ইসলাম প্রচার, ইসলামী শিক্ষার বিস্তার ও মানুষের আত্মশুদ্ধির ক্ষেত্রে শায়খে বরুনার অসামান্য অবদান রয়েছে। পিতা শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্ণভী (রাহ.)এর সঠিক উত্তরসূরি ছিলেন তিনি। এতদঞ্চলের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে চিরদিন স্মরণে রাখবেন। তাঁর ইন্তেকালে বৃহত্তর সিলেট সত্যিকার অর্থেই অভিভাবকশূণ্য হয়ে গেলো।
আল্লামা শায়খ জিয়া উদ্দীন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং উপযুক্ত ব্যক্তির মাধ্যমে তাঁর শূন্যতা পূরণের জন্যে রাব্বে কারীমের দরবারে ফরিয়াদ জানান।