প্লান-ই বাংলাদেশ শাখার গেট-টুগেদার অনুষ্ঠিত - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

প্লান-ই বাংলাদেশ শাখার গেট-টুগেদার অনুষ্ঠিত

1 min read

শায়খুল ইসলাম :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ং দক্ষিণভাগ ইউনিয়নের এমরান-শাহিদুল মডেল একাডেমির মাঠে ০৯ অক্টোবর, শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় প্লান-ই বাংলাদেশ শাখার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়।

“ফিক্সিং লাইফস, মেকিং দেম বেটার” এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের নভেম্বর মাসের ২ তারিখ গঠিত হয় প্রচারবিমুখ ব্যাতিক্রমধর্মী এই প্লাটফর্ম।
দেশ ছাড়িয়ে কাতারও প্লান-ই’র শাখা গঠিত হয়েছে গত ২৫ আগস্ট ২০২০ইং তারিখে৷

উক্ত গেট-টুগেদার অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট, তরুণ সমাজসেবক জিল্লুর রহমান উমেল’র কাছে সাবেক প্রতিষ্ঠাকালিন প্রেসিডেন্ট, তরুণ সমাজসেবক কামরুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন।
গেট-টুগেদার অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্লান-ই এর ফাউন্ডার,প্রবাসী তরুণ সমাজসেবক শাওন তাজ, প্রতিষ্ঠাকালিন প্রেসিডেন্ট তরুণ সমাজসেবক কামরুল ইসলাম, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তরুণ সমাজসেবক জিল্লুর রহমান উমেলসহ প্লান-ই বাংলাদেশ শাখার ভলেন্টিয়ারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.