ধর্ষকের কোন পরিচয় নেই,ধর্ষকের পরিচয় কেবল ধর্ষক
1 min readদেশব্যাপী ধর্ষন,নির্লজ্জতা এবং নির্মমতার প্রতিবাদ জানাই এবং আমাদের মা বোনদের নিরাপত্তা চাই।
আমরা জানি বাংলাদেশে করোনা থেকে মহামারি হয়ে উঠেছে ধর্ষন। আমরা জানি গত কয়েক দিন আগে আমাদের সিলেট এর পবিত্র মাঠি অপবিত্র করেছে কিছু ধর্ষণ কারী। এবং নোয়াখালী আমাদের মায়ের বয়সী মহিলাকে নির্যাতন করা হয়েছে। আমাদের বোন এর বয়সী মেয়েদের কে ধর্ষণ করা হয়েছে।আজ আমার মা বোন ধর্ষিতা হয়েছে কাল যে আপনার মা বোন ধর্ষিতা হবে না তার নিরাপত্তা কে দিবে। তাই আমরা ধর্ষকদের ফাঁসি চাই।
আমরা যদি নিজের বোনের জন্য বাঘ হয়ে তাকি তাহলে অন্যের বোনের জন্য কেনো জানোয়ার হই । বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই। আমরা ধর্ষণ কারীদের ফাসি চাই, না হয় ধর্ষনের জায়গায় ধর্ষণ কারীকে এনে ক্রসফায়ার দিন।
এবং মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী। এই আইন যেন অতি তারাতারি সফল হয়।