দেশে ফিরেই উপজেলার উন্নয়নে মনোযোগী চেয়ারম্যান ফারুক আহমেদ
1 min readরাজুবিশ্বাস দুর্জয় :: গত মাসে টানা এক মাসের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। উনার ছুটিকালে উপজেলায় একটি বন্যাও হয় এতে গোয়াইনঘাট উপজেলা অনেক বেশিই ক্ষতিগ্রস্ত হয়।তাই দেশে ফিরে দেরি না করেই বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ক্ষতি পুষিয়ে নেওয়ার আপ্রান চেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি।
গতকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় পিরিজপুর -সোনারহাট রাস্তায় উপর্যুপরি বন্যায় ক্ষতিগ্রস্থ উনাইর ভাঙ্গার ব্রীজ পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, গতকাল উপজেলা পরিষদের কার্যালয়ে কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার বিষয়ে উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী ইসরাইল আলী ও আজমীর শরিফুল ইসলামের সাথে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্থ রাস্তাগুলি বিশেষ করে রাধানগর- গোয়াইনঘাট, গোয়াইনঘাট -সালুটিকর, বঙ্গবীর-হাদারপার ও পিরিজপুর – সোনারহাট রাস্তাসহ উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি দ্রুত মেরামতের তাগিদ দেন।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার বিষয়ে় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের গণমানুষের নেতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি কেও অবগত করেন।