কোওর বাজার অঞ্চলের উলামায়ে কেরামের সাথে মাওলানা ইজ্জত উল্লাহর মতবিনিময়
1 min read
আবু তালহা তোফায়েল :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের আলেম উলামা ও সর্বস্তরের জনসাধারণের মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ গতকাল ৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় কোওর বাজার জামে মসজিদে, কোওর বাজার অঞ্চল তথা ৮ মৌজার আলেম উলামাদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক, আল-এহসান ইসলামী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা হাসমত উল্লাহ, মাঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসার সাবেক মুহতামিম ও সুরাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মুঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, গারো মাদ্রাসার মুহতামিম মাস্টার খলিলুর রহমান, খুর্দা মর্জাতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ কাসেমী, মাওলানা রহমত উল্লাহ, আলহাজ্ব মাওলানা জমির উদ্দিন, মাওলানা সুহেল আহমদ প্রমুখ।
মতবিনিময়ে উলামায়ে কেরাম মাওলানা ইজ্জত উল্লাহকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং নির্বাচনী মাঠে সরব থেকে ইউনিয়ন ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।
মাওলানা ইজ্জত উল্লাহ তার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বলেন, পর্যায়ক্রমে আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে দফায় দফায় বৈঠক করবো, সবার সাথে মোলাকাত হবে, কথা হবে, ইনশাআল্লাহ। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন।