এমসি কলেজে ধর্ষণকারীদের বিরুদ্ধে মিশিগানে জাসাসের প্রতিবাদ সভা
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান) :: গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাস মিশিগান আয়োজিত সদ্য সিলেট এমসি কলেজসহ সারা দেশের ধর্ষক ও কুলাংগারদের বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমদের সভাপতিত্বে মিশিগান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিশিগান জাসাসের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শোভনের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি এনাম উদ্দিন, মিশিগান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমানী আছাদ, মিশিগান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সহ-আন্তর্জাতিক সম্পাদক মুস্তাকুর রহমান (রুমন)।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মিশিগান জাসাসের সহ-সভাপতি আফজালুর রহমান ও মোস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক শামীম আহমদ ও আব্দুল মুকিত পন্নী, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, সারওয়ার হোসেন, রুবেল আহমদ, তাসনিম মাহমুদ, রুনাজ মিয়া, ইউসুফ তানজুম ও মাহদী চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা ধর্ষণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবী জানান। তারা বলেন, শুধু এমসি নয়, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ক্যাম্পাস, আবাসিক হোটেলসহ সব যায়গা নারীদের জন্য নিরাপদ রাখতে হবে।
সাথে সাথে তারা উপমহাদেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রখতে প্রবাসসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন। তারা ধর্ষকদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে ধন্যবাদ ও বিগত করোনাকালীন মানুষের সেবায় তাদের সহযোগিতারও প্রশংসা করেন।
শেষাংশে বক্তারা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে প্রবাসসহ দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।