হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘের মানবন্ধন অনুষ্ঠিত
1 min readইকরামুল হক জাবের :: আজ ৯ অক্টোবর (শুক্রবার) দেশ ব্যাপি অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘ বিছনাকান্দি এলাকাবাসীর উদ্যেগে মারুফ আহমদের সঞ্চলনায় ও মাও.কাওসার আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয় মানবন্ধন।
বক্তব্যে বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি মুত্যুদন্ডের দাবী জানান।
বক্তব্যদেন বিশিষ্ট রাজনীতিবীদ জয়নাল আবেধীন,আব্দুল্লাহ মেম্বার,মাও.আল আমিন জুনায়েদ,মাও.ইয়াহইয়া,রেজওয়ান জাকারিয়া, ইকরামুল হক জাবের,উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা।
পরিশেষে মাও.খলিল আহমদ সাহেবের দোয়ার মাধ্যেমে সভার সমাপ্তি ঘটে।