সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিশ্বনাথে আস্-সাদিক হুফ্ফাজ পরিষদ’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
1 min readবিশ্বনাথ প্রতিনিধি: দেশব্যাপী অব্যাহত ধর্ষণ,গণধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাফেজে কুরআনদের সামাজিক সংগঠন আস্-সাদিক হুফ্ফাজ পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ অক্টোবর (শুক্রবার) জুমুআর নামাজের পর মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বনাথের বাসিয়া ব্রীজের উপর এক পথসভা করে।
সংগঠনের সভাপতি হাফিজ ফরিদ আহমদ ফেরদাউসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান মাহিমের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ এর মুহাদ্দিস ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা সিদ্দিকুর রহমান,তরুণ সংগঠক, মেধাবী ছাত্রনেতা মাওলানা ইমরান আহমদ প্রমুখ।
মিছিল-পথসভায় উপস্থিত ছিলেন আস্-সাদিক হুফফাজ পরিষদের সিনিয়র সহসভাপতি হাফিজ আমিনুল ইসলাম জাহেদ,সহ-সাধারণ সম্পাদক হাফিজ সালমান আহমদ সুমন,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ইমরান হোসাইন তালুকদার,অর্থ সম্পাদক হাফিজ মাসউদ আহমদ,শুভাকাঙ্ক্ষী আক্তার হোসাইন,ইলিয়াস আহমদ।বন্ধু ছায়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি মুশফিকুর রহমান রাফি,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির,আবদুর রহমান তামিম।সংগঠনের সদস্য হাফিজ রাজু,হাফিজ মুজাহিদুল ইসলাম,হাফিজ ইমাম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।