মধুপুরীরের পীরসাহেব, নুরুল ইসলাম খান ও খালেদ সাইফুল্লাহ সাদী জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত
1 min readজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মনোনীত হয়েছেন শায়খ মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর (মুন্সিগঞ্জ), শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ) এবং শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী (ময়মনসিংহ)।
বিগত ৪ অক্টোবর দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাধারণ সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। এছাড়াও সভায় আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ. এর বড় ছেলে, হবিগঞ্জ উমেদ নগর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হক কে নির্বাহী সদস্য মনোনীত করা হয়।
উল্লেখ্য সম্প্রতি দলের সভাপতি ও দুজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং একজন নির্বাহী সদস্যের মৃত্যুতে শুন্য পদে এই চারজনকে মনোনীত করা হয়।