ডোমারে বাড়ী দখলে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আহত
1 min read
নীলফামারী প্রতিনিধি :: জেলার ডোমারে বাড়ী দখলে বাধা দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেছেন। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী এলাকায় ঘটনাটি ঘটে। আহত রবিউল ইসলাম বটতলী এলাকার আবজাল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে প্রেরন করেছে ডোমার থানা পুলিশ।
মামলার বিবরনে জানাযায়,৩০ সেপ্টেম্বর সন্ধায় বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী এলাকায় স্থানীয় দুখীরামের ছেলে মধুরাম ও ছত্রধরের নেতৃত্বে কলেজপাড়ার মমিনুর রহমান লিথু ও তার দুই ছেলে সোয়াত,সাহাদাত কে নিয়ে বটতলী এলাকার আবজাল হোসেন নেন্দ(৫০)র বাসায় হাতে লাঠি সোঠাও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে অনধিকার ভাবে প্রবেশ করে সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম(২৬) ও তার বাবা নেন্দকে মারধর করে। মারধরের এক পর্যায়ে রবিউল মাটিতে পরে গেলে মধুরাম রবিউলের মাথার পিছনে ধারালো ছোড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে রবিউল জ্ঞান হারিয়ে ফেলেন রক্তাত্ব অবস্থায়। এই সুযোগে দুবর্ৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে ২ লাখ টাকার স্বর্ন ও দেড় লাখ টাকা বের করে নিয়ে যায়। এ সময় আবজাল ও তার পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লিথু,মধুরাম, সোয়াত ও সাহাদাতকে আটক করে ও রবিউলকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রবিউলের পিতা আবজাল জানায়, বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে তার ছেলের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় রাতেই তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে ডোমার থানা পুলিশ। রাতেই আবজাল হোসেন বাদী হয়ে ৫ জনের নামে মামলা দায়ের করেন।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এভাবে কারো বাসায় অনাধিকার প্রবেশ করে মারধর করা উচিত হয়নি তাদের।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।