জমিয়তে তালাবা কানাইঘাট পৌরসভাধীন ৯নং ওয়ার্ড শাখার মাসিক সভা অনুষ্ঠিত
1 min readনিজস্ব প্রতিনিধি :: ৯ অক্টোবর,শুক্রবার বাদ মাগরিব বিষ্ণুপুর বড় মসজিদে হাফিয মারুফ আহমদ এর সভাপতিত্বে ও হাফিয শহিদুল আম্বিয়ার পরিচালনায় জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট পৌরসভাধীন ৯নং ওয়ার্ড শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় জমিয়তে তালাবা কানাইঘাট পৌর কমিটি কর্তৃক সিদ্ধান্তকৃত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড এর ৮টি মসজিদে নামাযি মুসল্লিদের জন্য ৩০টি টুপি ও ২টি করে হেনকার বিতরণ করে জমিয়তে তালাবা ৯ ওয়ার্ড শাখা।
এছাড়া জমিয়তের প্রসার ও বিশ্বব্যাপী ইসলামের বড়ত্ব তুলে ধরার লক্ষ্যে জমিয়তের ডাকে সাড়াপ্রাপ্ত প্রায় ৪৫ জন কর্মীদেরকে জমিয়তের সদস্য ফরম প্রদান করা হয়।কর্মীদের প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তারবিয়াতি মাহফিলেরও উদ্দোগ গ্রহণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন,সম্ভাব্য কমিশনার কামরুজ্জামান বাহার,আসাদ আহমদ, হাফিয ইফতেখারুজ্জামান, হাফিয রেজওয়ানুল করিম, হাফিয সালমান আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।