চকরিয়ায় মসজিদের ইমাম অপহরণ
1 min readআমান উল্লাহ, চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজার চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের বাসিন্দা মৃত নুর আহমদের পুত্র ও ডুলাহাজারা উলুবনিয়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম সাহেব মাওলানা মুহাম্মদ তারেক হোসেনকে, গতকাল ৮অক্টোবর রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে মসজিদে যাওয়ার পথে ডুলাহাজারা থেকে একদল দূর্বৃত্ত সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।
ইমাম সাহেবের বড় ভাই এর সূত্রে জানা যায়, তিনি ঐদিন মসজিদে আছরের নামাজ পড়ান। মাগরিবের নামায পড়ানোর জন্য যাওয়ার পথে তাঁর ভাই অপহরণের শিকার হয়। নম্র-ভদ্র ও নিরাপরাদ একজন আলেমকে কেন অপহরণ করা হয়েছে এখনো রহস্য উদঘাটন হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে রাত্রেই থানায় সাধারণ ডায়েরী (নং৩৮৮/২০) করা হয়েছে।
আমরা মসজিদের ইমাম মাওলানা তারেক হোসেন সাহেবকে অক্ষত অবস্থায় দ্রুত পরিবারের নিকট হস্তান্তরের জন্য প্রশাসনিক সহযোগিতা কামনা করছি।