কক্সবাজার-টেকনাফ সড়কে বাস খাদে পড়ে আহত ১৫
1 min read
সাদেক হোসাইন খোকা :: উখিয়া উপজেলার কোটবাজার বটতলীতে সী লাইন পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে । শুক্রবার দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে , উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজারের উত্তরে বটতলী নামক স্থানে সী-লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে নারী-শিশুসহ ১৫ জন যাত্রী আহত হয় । গাড়িটিতে প্রায় ৩০ জনের অধিক যাত্রী ছিল বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার , উখিয়া ও কক্সবাজার হাসপাতালে নিয়ে যায় । কয়েকজন যাত্রীর আঘাত মারাত্মক বলে জানা গেছে।
যাত্রীরা জানিয়েছেন , গাড়িটি ড্রাইভারের বদলি হিসেবে হেলপার চালাচ্ছিলেন।