আল্লামা খলিলুর রহমান বর্ণভীর ইন্তেকাল; জানাজা সম্পন্ন
1 min readমৌলভীবাজার প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিআ লুৎফিয়া আনোয়ারুল উলুম মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শোক বাণীতে তারা বলেন আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভী দীন প্রতিষ্ঠার আন্দোলন ও দীনি শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নাস্তিক-মুরতাদদের ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের আত্মিক উন্নয়ন ও পরিশুদ্ধি অর্জণে তাঁর প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। দেশ-বিদেশে তার লাখো ভক্ত ও ছাত্র রয়েছে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভীর রুহের মাগফিরাত ও তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।.
আজ বিকাল ৩টায় বরুনা মাদ্রাসায় অনুষ্ঠিত মরহুম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভীর বিশাল জনাজায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীসহ সংগঠনের মৌলভীবাজরে জেলার নেতাকর্মীরা শরীক ছিলেন।
উল্লেখ্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিআ লুৎফিয়া আনোয়ারুল উলুম মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভী গতরাত (৯অক্টোবর শুক্রবার) ২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৮০ বছর।