দ্রুত ট্রাইবুনাল গঠন করে বর্বর ধর্ষকগোষ্ঠীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন; যুবনেতা আলতাফুর রহমান
1 min readনিজস্ব প্রতিনিধি :: দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সকাল ১২ টায় জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালগঞ্জ উপজেলা যুব জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা আলতাফুর রহমান বলেন,মুমিনমাত্রই জুলুমের প্রতিবাদ করতে হবে। প্রথমত হাত দিয়ে। দ্বিতীয়ত মুখ দিয়ে। তৃতীয়ত হৃদয় দিয়ে। আফসুসের বিষয় হলো, আমাদের জীবন কেটে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয়টিতেই। ৫০বছর থেকে শেষ ২টিতেই সীমাবদ্ধ। জুলুম বন্ধ হচ্ছে না, বরং বেড়েই চলছে। সমাধান প্রথমটিতেই। এটা কনফার্ম। কিন্তু এটা কে কার মাথায় ঢুকায়! চোর শুনেনা ধর্মের কাহিনী। পুরাতন জাহিলিয়্যাত নতুনভাবে মাথাচাড়া দিচ্ছে। ছাত্রসমাজ সজাগ হয়ে একে রুখতে হবে।
জননেতা শাহিনুর পাশা আরো বলেন, ধর্ষণ এবং ছাত্রলীগ একসাথে চলতে পারেনা। প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে তিনি বলেন, সোনার ছেলে ধর্ষকদেরকে সামলান, না হয় সাধারণ জনতা আইন হাতে তুলে নেবে। সামলাতে না পারলে, এদেরকে ব্যন্ড ঘোষনা করতে হবে।
জামালগঞ্জ ছাত্র কল্যান পরিষদ থেকে ৫ দফা দাবি পেশ করা হয়
১. ধর্ষকদের উপর প্রকাশ্যে ইসলামী আইন কার্যকর করতে হবে।
২. অশ্লীল সিনেমা, মহিলাদের দিয়ে ব্যবসায়ী বিজ্ঞাপন, রাস্তার মোড়ে মোড়ে মেয়েদের বিলবোর্ড দিয়ে পণ্যের প্রচার নিষিদ্ধ করতে হবে।
৩. কুরআন-সুন্নাহে বর্ণিত নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে।
৪. নারীদের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা ও কর্মক্ষেত্রের নিরাপদ ব্যবস্থা করতে হবে।
৫. মহিলারা পর্দা ও শালীন পোষাক নিজেদের জন্য বাধ্যতামূলক করতে হবে।