এটিএন বিজনেস ফাইন্যান্স প্রোগ্রামে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন ড.সায়েম আমির ফয়সল মুজাদ্দেদী ও আ.লতিফ খান যুবরাজ
1 min readনিজস্ব প্রতিনিধি :: এটিএন বাংলা’র নিয়মিত টক শো “এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স” আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্থনীতি তে বিশ্বের সর্বকনিষ্ঠ ডক্টরেট ডিগ্রি অর্জনকারী, সূফিনোমিক্স এর প্রতিষ্ঠাতা, সিপিএইচডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সল মুজাদ্দেদী এবং তিনার সাথে ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও 7One LED TV কোম্পানির চেয়ারম্যান আব্দুল লতিফ খান যুবরাজ। টকশোতে জাতীর উদ্দেশ্য ড. সায়েম আমির ফয়সল মুজাদ্দেদী বলেন, যুব সমাজকে অর্থনৈতিক মুক্তি পেতে হলে উদ্দোক্তা
হতে হবে একই সাথে বাংলাদেশের সকল জেলা উপজেলায় উদ্দোক্তা সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমান আর্থিক সহোযোগিতার ব্যাবস্থা করতে হবে তিনি আরো বলেন এদেশ অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনের একটি সম্ভাব্য ময় দেশ সঠিক পরিকল্পনা ও নতুন নতুন উদ্দোক্তা সৃষ্টি করতে পারলে পৃথিবীর মধ্যে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করা সম্ভব। টকশোতে আব্দুল লতিফ খান যুবরাজ তার বক্তব্যে বলেন, আমরা যারা বিভিন্ন কোম্পানির মালিকগন আছি তারা সকলে মিলে যদি আমদানি করা পন্য সামগ্রীর উপর নির্ভরশীল না হয়ে নিজ নিজ কোম্পানিতে ঐ সকল পন্যগুলো উৎপাদন করতে পারি তবে পন্যর গুনগতমান যেমন উন্নত হবে ঠিক তেমনি দেশবাসী তাদের সাধ্যের মধ্যে নিজেদের চাহিদা মেটাতে পারবে তিনি আরো বলেন এই উদ্যোগ গ্রহণ করলে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে বেকারত্ব কমে যাবে।