অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত
1 min readআকিবুজ্জামিন :: কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এর নির্দেশে ৮ অক্টোবর,বিভিন্ন জায়গায় অভিজান চালিয়ে যুব সমাজ ধ্বংসের হাতিয়ার ক্যারম বোর্ড জব্দ করা হয়।এলাকার সচেতন মহল এমন মহান কাজের জন্য কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কে শুভকামনা জানান।প্রশাসন এর এমন কঠোর ভূমিকা পালন করলে যুব সমাজ আলোর পথে ফিরে আসবে।অভিজান টি পরিচালনা করেন কালিগঞ্জ থানার তদন্ত অফিস্যার মোঃমিজানুর রহমান।তিনি বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিজান চলবে।এ বিষয়ে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন স্যার মাদক ও জুয়ার উপর কঠোর ভূমিকা পালন করবেন বলে জানান।কালিগঞ্জ থানা বাসি তার এমন কার্যক্রম এ আনন্দিত।এমন অফিসার ইনচার্জ দেশের প্রতিটি থানায় থাকলে, বাংলাদেশ অতি শিগ্রই বঙ্গবন্ধুর দেখা শেখ হাসিনার সোনার বাংলায় রুপান্তরিত হবে।