সিরাজগঞ্জের সলঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জুয়াড়ীর ১ মাসের জেল
1 min read
মোঃ মনিরুল ইসলাম :: সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নবরত্ন মন্দির এলাকায় বুধবার (৭ অক্টোবর ) রাত ৩ টায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৭ জন জুয়াড়ীকে আটক করেন র্যাব-১২’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৯১২ টাকা, ৯ টি মোবাইল,৯ টি সিম,জুয়া খেলার বোর্ড ১টি, ডাবু ১টি,গুটি ১২ টি, জেল ব্যাটারি ১ টি,ডিসি লাইট ১ টি উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মুরাদপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন আকন্দের ছেলে জাহিদুল ইসলাম(৪০), কুমাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে লাবলু(৪০), দত্তকুশা গ্রামের মৃত ওসমান গনির ছেলে হারুনুর রসিদ(৬২), সিরাজগঞ্জ সদর থানার মৃত শুকুর আলীর ছেলে ফনি(৪০), পাবনা জেলার সাথীয়া থানার মৃত আঃ প্রমাণিকের ছেলে সাইফুল ইসলাম(৪১),বগুড়া জেলার শেরপুর থানার উত্তর মাহাপাডা গ্রামের মৃত হরিস চন্দ্র মহন্তের ছেলে আনন্দ চন্দ্র মহন্ত(৩৫) ও শ্রী জতিশ চন্দ্র মজুমদারের ছেলে টপি চন্দ্র মজুমদার(৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর আদালতে হাজির করা হলে, ৭ জুয়ারীকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডে দন্ডিত করেন।
র্যাব-১২ সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।